কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ৫

ছবি: সংগৃহীত
কক্সবাজারের রামুর রশিদনগরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
ওই ট্রেনটি গন্তব্যে চলে গেলেও অপর একটি ট্রেন ঘটনাস্থলে আটকে রেখেছে বিক্ষুব্ধ জনতা।
শনিবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে ঢাকা-কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি তৈয়বুর রহমান।
খসড়া চূড়ান্ত, `জুলাই ঘোষণাপত্র` উপস্থাপন ৫ আগস্ট
নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী এলাকার নাজির হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার (৪৫), তার এক শিশুকন্যা ও অটোরিকশাচালক হাবিব উল্লাহ। নিহত অপর নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম বলেন, দুপুরে কক্সবাজার আইনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় পৌঁছে। এসময় ভারুয়াখালীমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও শিশুসহ ৪ জন নিহত হয়। ঘটনার পরপরই ট্রেনটি পালিয়ে যায়।
এদিকে দুপুরে ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে আসা কক্সবাজারমুখী ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেনটি বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে আটকে রেখেছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
কক্সবাজার পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী জানান, চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটকে রাখা ট্রেনটির সামনে উত্তেজিত জনতাকে সরানোর চেষ্টা করছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এনডি