রাজধানীতে ফুটপাতের শরবত খেয়ে অসুস্থ ২
ঢাকা: রাজধানীর টিকাটুলিতে ফুটপাতের শরবত খেয়ে কলেজ শিক্ষার্থী শিলা আক্তার (১৯) এবং তার চাচী রাশিদা বেগম গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
অসুস্থ রাশিদা বেগমের স্বামী জাহাঙ্গীর আলম জানান, “তার ভাতিজি শিলা টিকাটুলি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী। কলেজ ছুটি হলে তাকে আনতে যান রাশিদা। ফেরার পথে তারা দু’জন টিকাটুলির একটি ফুটপাতে শরবত পান করেন। পরে বাড়িতে এসে দু’জনই জ্ঞান হারিয়ে ফেললে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিৎ করেন ঢামেক পুলিশ ক্যাম্পের এ এস আই সেন্টু চন্দ্র দাস।
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, “এখনো তাদের ভর্তির জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান ফিরে আসা না পর্যন্ত তাদের শারীরিক অবস্থার কথা জানানো যাচ্ছে না।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








