মোবাইলে সারচার্জের খসড়া আইন অনুমোদন
ঢাকা: মোবাইল ব্যবহারের ওপর নতুন করে সারচার্জ আরোপের জন্য ‘উন্নয়ন সারচার্জ ও লেভি (আরোপ ও আদায়) আইন ২০১৫’ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (সংশোধন) আইন ২০১৫ এর খসড়ারও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “মোবাইল ব্যবহারের ওপর শতকরা ১ ভাগ হারে সারচার্জ আরোপ করার জন্য নতুন করে এ আইনটি করা হচ্ছে। এতে করে যে অর্থ আয় হবে সে টাকা দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। গত বছরের ১৫ সেপ্টেম্বর এবিষয়ে এনবিআর একটি প্রস্তাবনা মন্ত্রিসভায় উপস্থাপন করে।”
তিনি আরো বলেন, “এ আইনে তফসিল থাকবে। এর ফলে সরকার সারচার্জের বিষয়ে গেজেট জারির মাধ্যমে কার্যকর করতে পারবে।”
এর মাধ্যমে সরকার প্রতিবছর ১৪০ কোটি টাকা পাবে। এ টাকা সরকার মোবাইল কোম্পানির কাছ থেকে আদায় করবে। এ হিসেবে মোবাইল ব্যবহারকারীদের একশ টাকায় একটাকা দিতে হবে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফএ
নিউজবাংলাদেশ.কম








