News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:১২, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৫, ১৮ জানুয়ারি ২০২০

যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত ১

যাত্রাবাড়ীতে বাসচাপায় নিহত ১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

ঢামেক হাসপাতাল ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, নিহতের নাম রমণ দাশ (৮০)। তিনি ওই মার্কেটের সামনে ফুটপাতে বসে জুতা কালি ও মেরামতের কাজ করতেন।

রমণ দাশের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহতের ছেলে সুমন্ত দাশ জানান, সকাল সোয়া ৮টার দিকে সাদ্দাম মার্কেটের সামনে দিয়ে তার বাবা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

তাদের বাড়ি যাত্রাবাড়ীর মাতুয়াইল মুসলিমনগর এলাকায় বলে জানান সুমন্ত দাশ।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়