নাটোরের ময়না যুদ্ধ দিবস আজ
নাটোর: আজ নাটোরের লালপুরের ময়না যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে শহীদ হন অন্তত ৩৫ জন বাঙালি।
২৬ মার্চ দেশ স্বাধীন হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে থাকে। এর মধ্যে পাবনার দাশুরিয়া ও রাজাপুরে হানাদার বাহিনী মুক্তি পাগল জনতার ধাওয়া খেয়ে লালপুর উপজেলার ময়না গ্রামে ঢুকে বেপরোয়াভাবে গুলি চালিয়ে অন্তত ৩৫ জন বাঙালিকে হত্যা করে। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা নওয়াব আলী মোল্লা ও সৈয়দ আলী মোল্লার বাড়িতে আশ্রয় নেয় জেনারেল টিক্কা খানের ভাগ্নে মেজর রাজা আসলামসহ অনেক পাক সেনা। এসময় স্থানীয় জনতা, ইপিআর ও আনসার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে পরাজিত হয়ে রাজা আসলামসহ পাকবাহিনীর অনেক সদস্য ধরা পড়ে তাদের হাতে। পরে মুক্তিযোদ্ধারা তাদের হত্যা করে স্থানীয় ভাগাড়ে লাশ ফেলে দেয়।
দিনটি স্মরণ করে রাখতে স্থানীয় ময়না গ্রামে এলাকাবাসীর উদ্যোগে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ। যুদ্ধে নিহত শহীদদের স্মরণে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








