সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত
খুলনা: সুন্দরবনের গহীনে ঝপঝপিয়া নামক স্থানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আল আমিন বাহিনীর প্রধান আল আমিন সানা (২৮) নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।
কয়রা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে আল আমিনকে কয়রার আমাদী গ্রামের চাঁদ আলী ব্রিজের কাছ থেকে আটক করা হয়। পরে সে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবন এলাকায় অস্ত্র-গুলি ও সহযোগীরা অবস্থান করছে বলে জানান। পুলিশ রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও সহযোগীদের গ্রেফতারে অভিযানে নামে। ঝপঝপিয়া এলাকায় পৌঁছলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আল আমিন মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি বন্দুক একটি, টু টু বোর রাইফেল তিনটি, দেশি বন্দুক দুটি, একটি এয়ারগান, ১১৯ রাউন্ড বন্দুকের গুলি, টু টু বোর রাইফেলের গুলি ২২ রাউন্ড এবং ছয়টি গুলির খোসা উদ্ধার করেছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, আল আমিন সানা সুন্দরবনের বনদস্যু আল আমিন বাহিনীর প্রধান। তার বিরুদ্ধ হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বাদী হয়ে অস্ত্র আইনসহ পৃথক দুটি মামলা দায়ের করেছেন।
আল আমিন কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের শহীদুল ইসলাম সানার ছেলে।
নিউজবাংলদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








