News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৫৭, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৬, ১৮ জানুয়ারি ২০২০

ঢাকা সিটি নির্বাচন

সরে দাঁড়ালেন হেলেনাও

সরে দাঁড়ালেন হেলেনাও

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রথম নারী প্রার্থী হিসেবে সবার আগে প্রচারণা শুরু করেন হেলেনা জাহাঙ্গীর। নির্বাচনের ঘোষণা দিয়ে কার্যক্রমও চালাতে থাকেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৯ এপ্রিল তার মনোনয়ন জমা পড়েনি রিটার্নিং অফিসে। তবে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হককে তাঁর সমর্থন দিয়েছেন।

এর আগে ঢাকা দক্ষিণের আলোচিত প্রার্থী হাজী সেলিমও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। চিকিৎসার জন্য এখন তিনি ভারতে অবস্থান করছেন। এছাড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার পক্ষে মনোনয়নপত্র তোলা হলেও সেটা জমা দেয়া হয়নি।

হেলেনা তার ফেসবুক স্ট্যাটাসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে শ্বশুরের অসুস্থতার কথা জানান। তিনি তাঁর স্ট্যাটাসে লেখেন, ‘আমার শ্বশুর গুরুতর অসুস্থ হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি নিয়ে ভাই, বোন, বন্ধু ও আত্মীয়-স্বজনদের অনেকের সঙ্গে পরামর্শ করেছি। বাস্তব পরিস্থিতি বিবেচনায় সবাই এ মুহূর্তে মেয়ন নির্বাচনে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছেন। আমিও তাদের মতামত মেনে নিয়েছি।’

নিউজবাংলাদেশ.কমকে মোবাইলেও একই কারণ জানিয়ে হেলেনা বলেন, ‘আমি সবার সঙ্গে আছি, থাকব। নির্বাচনে নেই বলে ভাবার কোনো কারণ নেই যে, আমি মানুষের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। আমি সবসময় মানুষের সঙ্গেই আছি।’

কোনো রাজনৈতিক চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন কি না, এমন প্রশ্নের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি হেলেনা। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনে এখন পর্যন্ত একমাত্র নারী প্রার্থী হিসেবে রয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়