অপসোনিনে আগুনে দগ্ধ একজনের মৃত্যু
বরিশাল: বরিশালে ওষুধ কোম্পানি অপসোনিনের কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মারা যাওয়া শ্রমিকের নাম নেসার।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, নগরীর বগুড়া রোডে অবস্থিত অপসোনিন কারখানার চতুর্থ তলায় প্যাকেজিং সেকশনে রোববার রাত ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরো দুটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পাঁচ জন দগ্ধ হন। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নেসার নামে একজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








