News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৬, ১৮ জানুয়ারি ২০২০

লাঙ্গলবন্দ ট্র্যাজেডি: তদন্ত কমিটির কাজ শুরু

লাঙ্গলবন্দ ট্র্যাজেডি: তদন্ত কমিটির কাজ শুরু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবে ১০জনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। রোববার কমিটির সদস্যরা বন্দরে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে  লোকজনের সঙ্গে কথা বলেন।

এর আগে কমিটির সদস্যরা নিজেরা আলোচনা করে কর্মপন্থা নির্ধারণ করেন।

তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইসরাত হোসেন খান জানান, “তাদের কমিটি রোববার দুপুরে বন্দরের লাঙ্গলবন্দে ঘটনাস্থল পরিদর্শন করে লোকজনের সঙ্গে কথা বলেছেন। পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কিছু বলা যাচ্ছে না।”

এর আগে শনিবার তদন্ত কমিটির পুনর্গঠন করে সাত সদস্য করা হয়। কমিটির সদস্যরা হলেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুর রহমান হাবিব, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের নারায়ণগঞ্জ অফিসের উপপরিচালক, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি এবং সড়ক ও জনপথের প্রতিনিধি।

এ কমিটিকে লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানোৎসবে ১০জনের মৃত্যুর ঘটনায় ৫দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।
 
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বলেছেন, “তদন্ত রিপোর্ট পেলেই আমরা রাস্তাটি প্রশস্ত করার জন্য যোগাযোগ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবো। সেই সঙ্গে নদীটি খননেরও প্রয়োজন রয়েছে। এ ব্যাপারে নৌ মন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হবে। অদূর ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টার দিকে বন্দরের লাঙ্গলবন্দ বাজারে রাজঘাটে একটি বেইলী ব্রীজ ভেঙে যাওয়ার গুজবে হঠাৎ করে লোকজন হুড়োহুড়ি করতে গিয়ে ৪০ জনের মত পদদলিত হয়। তাদের মধ্যে ৭ নারীসহ ১০জনের মৃত্যু ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়