এফবিআইর আদলে পিবিআই: খুলনায় কাজ শুরু
খুলনা: আমেরিকার এফবিআইর (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) আদলে গড়ে ওঠা বাংলাদেশ পুলিশের স্বতন্ত্র একটি শাখা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) বিভাগীয় শহর খুলনায় কার্যক্রম শুরু করেছে।
এরই অংশ হিসেবে রোববার জেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পোস্টার লাগানো এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মকার্তা ও পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছেন।
চৌকস পুলিশ অফিসারদের সমন্বয়ে একটি প্রশিক্ষিত টিমের সমম্বয়ে তারা কাজ শুরু করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ বিভাগ তাদের কার্যক্রম আরও গতিশীল করতে পিবিআই ( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নামে একটি স্বতন্ত্র বিভাগ চালু করেছে। পিবিআই ১০টি বিশেষ মামলার তদন্ত করবে, সেগুলো হচ্ছে-খুন, ডাকাতি ও খুনসহ ডাকাতি, ধর্ষণ, অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা, সাইবার ক্রাইম, মানব পাচার, চোরাচালান ও কালোবাজারি, অপহরণ, মুক্তিপণ ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ। এছাড়া অপরাধের ঘটনা ঘটার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে অপরাধের ধরন খুঁজে বের করা এবং অপরাধী শনাক্তের জন্য কাজ করবে। এ সকল কাজে তারা নিজেদের বিশেষ প্রশিক্ষণ এবং পুলিশে থাকা অবস্থায় মামলার তদন্ত কাজের অভিজ্ঞতাকে কাজে লাগাবে।
এ বিষয়ে পিবিআইয়ের দিঘলিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদ আহমেদ বলেন, “পিবিআই চাঞ্চল্যকর মামলা তদন্ত করবে। পুলিশ হেড কোর্য়াটার থেকে পিবিআইয়ের কার্যক্রম তদারকি করা হবে। পিবিআইয়ের কার্যক্রম সম্পর্কে জনসচেতনা সৃষ্টির জন্য মাঠ পর্যায়ে কাজ করা হবে।”
ডুমুরিয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো.আসলাম বাহার বুলবুল বলেন, “বর্তমানে আমরা উপজেলা পর্যায়ে উপজেলা, চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর সাথে মতবিনিময় করছি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট ও পোস্টার লাগানো হচ্ছে।”
খুলনা মেট্রোপলিটন এলাকার সোনাডাঙ্গা মডেল থানার সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়ি পিবিআই ( পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার এ আরএম আলিফ এই ব্যুরোর খুলনার প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








