News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৫, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৬, ১৮ জানুয়ারি ২০২০

হিজড়াদের নিয়ে কর্মশালা

হিজড়াদের নিয়ে কর্মশালা

খুলনা: খুলনায় হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরীর স্কুল হেলথ্ ক্লিনিকে জেলা সমাজসেবা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক ম. জাভেদ ইকবাল, জেলা বাজার কর্মকর্তা মো. আব্দুস সালাম তরফদার এবং হিজড়া জনগোষ্ঠীর নেত্রী পান্না হিজড়া ।

জানা যায়, খুলনা জেলায় ১৬২ জন হিজড়া বসবাস করে। এদের জীবনমানের উন্নয়ন ঘটিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আগামী সপ্তাহে প্রশিক্ষণের আয়োজন করা হবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপসা এই প্রশিক্ষণ পরিচালনা করবে। প্রশিক্ষণ শেষে হিজড়াদের মধ্যে অনুদান বিতরণ করা হবে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়