News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকার নার্সারি নামক স্থানে খাবার ও পানির সন্ধানে লোকালয়ে আসা চিত্রা প্রজাতির দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ কর্মকর্তারা।

রোববার সকাল পৌনে নটার দিকে ওই হরিণ দুটি উদ্ধার করা হয়েছে।

ঢালচর বন বিভাগ রেঞ্জ অফিসার সৈয়দ নুরুলজ্জামান জানান, “খাবার ও মিঠা পানির সন্ধানে হরিণ দুটি বনঞ্চাল থেকে লোকালয়ের নার্সারি এলাকায় চলে আসলে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে আমরা হরিণ দুটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হরিণ দুটি গর্ভবতী বলে মনে হয়।”

তিনি আরও বলেন, “বিকেলের দিকে হরিণ দুটিকে চর কুকরি-মুকরি সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়