News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৬:২৫, ১৩ ফেব্রুয়ারি ২০২০

গৃহবধূ মোরশেদা হত্যা মামলায় আটক ৩

গৃহবধূ মোরশেদা হত্যা মামলায় আটক ৩

নওগাঁ: নওগাঁর রাণীনগরে গৃহবধূ মোরশেদা খাতুন (৩০) হত্যায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো-বগুড়ার আদমদিঘি উপজেলার নামা-পৌওতা গ্রাম থেকে এরশাদ আলী (২৫), তার স্ত্রী শ্রীমন্তী (২০) এবং নওগাঁ সদর উপজেলার কাঁঠালতলী (পিরোজপুর) থেকে শ্রীমন্তির বড় ভাই আবু সাইম (২৭)।

শনিবার সন্ধ্যায় পুলিশ এদের আটক করে।

আটককৃতদের আজ রোববার বিকেলে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তিনদিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

মোরশেদা হত্যার ঘটনায় তার স্বামী সিরাজুল ইসলাম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০জনকে আসামি করে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাণীনগর থানার এসআই আকবর আলী জানান, “আটক ওই তিনজনকে এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও জিঙ্গাসাবোদের জন্য আদালতের কাছে তিনদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুদের টাকা লেনদেনের জের ধরে গৃহবধূ মোরশেদা বিবিকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, গৃহবধূ মোরশেদা খাতুন বৃহস্পতিবার বিকেলে বড় মেয়ে-জামাইর বাড়ি আদমদিঘি উপজেলার ছাতনি গ্রামে যাওয়ার পথে নিখোঁজ হন।

শনিবার সকালে রাণীনগর উপজেলার সোনাকানিয়া ব্রিজের পাশ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।


নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়