News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

মনোনয়ন জমা দিলেন নেতা পরিবেষ্টিত আনিসুল হক

মনোনয়ন জমা দিলেন নেতা পরিবেষ্টিত আনিসুল হক

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক।

রোববার বেলা সোয়া তিনটার দিকে তিনি নেতা পরিবেষ্টিত হয়ে মনোনয়ন জমা দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ।

এ সময় আনিসুল হক বলেন, “আমি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচিত হলে একটি সুন্দর ঢাকা গড়ে তোলার চেষ্টা করে যাব।”

নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়