রাজধানীতে বখাটেদের পিটুনিতে শিশুর মৃত্যু
রাজধানীতে বখাটেদের পিটুনিতে শিশুর মৃত্যু
ঢাকা: রাজধানীতে আল-আমিন (১০) নামে এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। রাজধানীর দারুস সালাম থানাধীন হরিরামপুরের চিতাখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যায় অচেতন অবস্থায় আল-আমিনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আল-আমিনের বাবার নাম কামাল হোসেন। তার বাসা চিতাখোলা এলাকায়।
দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আল-আমিন কয়েকদিন আগে মাথা ন্যাড়া করে। শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বখাটে তার মাথায় বালু দেয়। আল-আমিন এর প্রতিবাদ করে। কথা কাটাকাটির এক পর্যায়ে বখাটেরা তাকে এলোপাতাড়ি মারতে থাকে।
ওসি আরও জানান, অচেতন অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করে।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








