রাজশাহীতে ছাত্রলীগের তিন কর্মীকে পুলিশের গুলি
রাজশাহী: মহানগরীতে ছাত্রলীগের তিন কর্মীকে গুলি করেছে পুলিশ। গুলিতে আহত ওই তিন জনকে শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মীরা হলেন, রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শুভ (২০), মহানগরীর কাজীহাটা এলাকার খান সাহেবের ছেলে পারভেজ (২৬) ও নর্দান ইউনিভারর্সিটির বিবিএ’র শিক্ষার্থী নওগাঁর আত্রাই উপজেলার শিমুলগাছি এলাকার আনোয়ার হোসেনের ছেলে তুষার (২২)।
নগরীর রাজপাড়া থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘এরা ছাত্রলীগ না চোর বাটপার? এরা পুলিশের গুলিতেই আহত হয়েছে। আপাতত পুলিশের হেফাজতে আছে।’ তবে কিভাবে কোথায় তারা গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি মেহেদী হাসান। বিস্তারিত জানার জন্য তিনি নগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলমের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র সহকারি কমিশনার ইফতে খায়ের আলমকে ফোন করা হলে তিনি বলেন, ‘মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। শুধু শুনেছি। তিনজনের মধ্যে শুভ ছাত্রলীগ করে। অন্য দু’জন কে জানি না।’
নিউজবাংলাদেশ.কম/এসএএস/এফই
নিউজবাংলাদেশ.কম








