News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৩৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন

মনোনয়নপত্র জমার শেষ দিন রোববার

মনোনয়নপত্র জমার শেষ দিন রোববার

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম এই তিন সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন রোববার। তিন সিটিতে শনিবার পর্যন্ত তিন হাজার ৪৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মো. শাহ আলম জানান, উত্তর সিটিতে শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত ২৮ জন সম্ভাব্য মেয়র প্রার্থী, ১৬১ জন সংরক্ষিত কাউন্সিলর ও ৮২৩ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে শনিবার মনোনয়নপত্র দাখিল করেছেন মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন ও সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ জানান, শনিবার বিকেল পর্যন্ত দক্ষিণ সিটিতে মেয়র পদে ৩০ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২০৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে একহাজার ১২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে চারজন মেয়র প্রার্থী, ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ৭৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন জানান, শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত চট্টগ্রাম সিটিতে মেয়র পদে ১৮ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৫৫৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে তিন জন মেয়র প্রার্থী, চার জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ৪৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, গত ১৮ মার্চ এই তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মার্চ, যাচাই-বাছাই ১ ও ২ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল মঙ্গলবার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৪৩২ জন। আর দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ১৮ লাখ ৯০ হাজার ৯৫১ জন ভোটার এবং চট্টগ্রামের ভোটার সংখ্যা ১৮ লাখ ২২ হাজার ৮৯২।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়