কুষ্টিয়ায় বাসচাপায় আহত কিশোরের মৃত্যু
কুষ্টিয়া: কুষ্টিয়ায় বাসচাপায় পারভেজ (১৫) নমের এক কিশোর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
শনিবার দুপুরে কুষ্টিয়া জিলা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত পারভেজ রহমান সদর উপজেলার জুগিয়া পালপাড়া এলাকার সাচ্চুর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, “শনিবার দুপুরে কুষ্টিয়া থেকে ভেড়ামারাগামী একটি দ্রুতগামী বাস জিলা স্কুলের সামনে পৌঁছালে সাইকেল আরোহীকে চাপা দিয়ে চলে যায়।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে পাঁচটার দিকে মারা যায় পারভেজ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








