পাবনায় অস্ত্রসহ ছিনতাইকারী আটক
পাবনা: পাবনা শহরের জোড়বাংলা এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে সিরাতুল শেখ রাতুল (২৩) নামের এক ছিনতাইকারীকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ।
এ সময় অপর ৪/৫ জন সহযোগী পালিয়ে যায়। আটককৃত রাতুল শহরের পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর নিকিরীপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পাবনা সদর থানার উপপরিদর্শক (এস আই) মাসুদ রানা জানান, “গোপন সংবাদে তারা জানতে পারেন শহরের পৌর এলাকার জোড়বাংলা নামক স্থানে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সশস্ত্র অবস্থায় ৫/৬ জনের একদল ছিনতাইকারী ছিনতাইয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ছিনতাইকারীরা পালানোর সময়ে পুলিশের ধাওয়ায় রাতুল আটক হয়। বাকিরা পালিয়ে যায়।পরে রাতুলের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে পুলিশ ১টি দেশী বন্দুক, ২টি রামদা, ২টি ছোড়া উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পাবনা সদর থানার উপপরিদর্শক ।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








