News Bangladesh

কক্সবাজার সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১৯:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজারে হাসপাতাল পরিদর্শন ও গাছ রোপন করলেন পিটার হাস

কক্সবাজারে হাসপাতাল পরিদর্শন ও গাছ রোপন করলেন পিটার হাস

ছবি: সংগৃহীত

এনসিপি নেতাদের সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন ছড়ানোর এক মাসের মাথায় সত্যি সত্যি কক্সবাজার ঘুরে গেলন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

বুধবার আকাশ পথে কক্সবাজারে এসে তিনি যান মহেশখালীতে। সেখানে তিনি একটি হাসপাতাল পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।

কক্সবাজার বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেছেন, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারে নামেন পিটার হাস। তার সঙ্গে আরও দুজন ছিলেন।

বিমানবন্দর থেকে তিনি সরাসরি শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে করে মহেশখালী যান।

মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, পিটার হাস বেসরকারি উন্নয়ন সংস্থা হোপ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে নির্মিত ‘এক্সিলারেট হোপ হসপিটালে’ গেছেন বলে তিনি জানতে পেরেছেন। আমাদের হাতে আসা একটি ছবিতে পিটার হাসের হাসপাতাল পরিদর্শনের বিষয়টি দেখা গেছে।

হোপ ফাউন্ডেশন এর কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, “এটি পূর্বপরিকল্পিত কোনো সফর ছিল না। পিটার হাস হঠাৎ করেই এসেছেন কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়া।

আরও পড়ুন: যারা ‘৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে: জয়নুল আবেদিন

“উনি সকালে আসেন। কিছু গাছ নিয়ে এসেছিলেন, সেগুলো লাগালেন, তারপর চলে গেছেন। কোনো অনুষ্ঠান ছিল না, থাকলে তো আপনাদের জানাতাম। উনি (পিটার) আসছেন শুনে আমিও গিয়েছিলাম। আমরা অভ্যর্থনা জানিয়েছি।”

২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস।

এক বছর আগে কূটনৈতিক পেশা থেকে অবসরে যাওয়ার পর এখন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি ‘এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়