News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৯, ৩ সেপ্টেম্বর ২০২৫

যারা ‘৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে: জয়নুল আবেদিন 

যারা ‘৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে: জয়নুল আবেদিন 

ছবি: নিউজবাংলাদেশ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা ৭১ এ ভুল করেছে, তারা নতুন জন্ম নিয়েছে। তারা নাকি বাংলাদেশে পিআর চায়। পিআর বুঝেন...? আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই।

তিনি বলেন, নির্বাচন রোড ম্যাপ ঘোষণা হয়েছে। ঠিক এই সময় নির্বাচনকে বানচাল করার জন্য সাবেক ভিপি নুরুল হক নুরকে আহত করে হাসপাতালে পাঠিয়েছে। বিভিন্ন কায়দায় আওয়ামীলীগকে আবার পুর্নবাসন করার জন্য হীন চক্রান্ত শুরু হয়েছে।

বুধবার (৩  সেপ্টেম্বর)  দুপুরে সেনবাগ পৌর শহরের থানা মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে, আরেকদল চব্বিশ: আমীর খসরু

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কবর থেকে উঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না। 

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে  সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালাউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, সেনবাগ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক আমিন উল্যাহ বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়