News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৯, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

গতি ফিরছে শেয়ারবাজারে

গতি ফিরছে শেয়ারবাজারে

ঢাকা: রাজনৈতিক অস্থিরতায় মুখ থুবড়ে পড়া দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে গতি ফিরতে শুরু করেছে।

রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৩ কোটি টাকা। চলতি বছরে এটি তৃতীয় সর্বোচ্চ লেনদেন।

এর আগে জানুয়ারির ১২ ও ১৩ তারিখে সর্বোচ্চ ৪১৭ কোটি এবং দ্বিতীয় সর্বোচ্চ ৪০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল এ বাজারে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডে (সিএসই) লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩০৯ টি কোম্পানির ৭ কোটি ১১ লক্ষ ৬৫ হাজার ১১৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৯৩ কোটি ৫৪ হাজার ৭৩৭ টাকা। যা আগের দিনের চেয়ে ৪২ কোটি ২০ লাখ টাকা বেশি। গত বুধবার সপ্তাহের শেষ লেনদেন দিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৩৫০ কোটি ৭৯ লাখ টাকা।

সূচকের দিক থেকে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৪৮ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৮ দশমিক ০৮ পয়েন্ট অবস্থান নিয়েছে, অন্যান্য সূচকের মধ্যে ডিএস-৩০ মূল্য সূচক পয়েন্ট ২৪ দশমিক ০২ বেড়ে ১ হাজার ৭৩৭ দশমিক ৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ্ সূচক (ডিএসইএস) পয়েন্ট ১৪ দশমিক ৪৬ বেড়ে ১ হাজার ১১১ দশমিক ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০ কোম্পানি হলো- এসিআই লি., গ্রামীণ ফোন, এমজেএল বিডি, শাশা ডেনিমস, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফরমুলেশন, শাহাজীবাজার পাওয়ার, যমুনা অয়েল ও স্কয়ার ফার্মা।   

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সামিট পূর্বাচল, কেপিসিএল, সোনারবাংলা ইন্সু., এফএএস ফাইন্যান্স, আরামিট লি., কেপিপিএল, পদ্মা অয়েল, আইসিবি, মেঘনা পেট্রোলিয়াম ও আইডিএলসি।

অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- আইসিবি ১ম এনআরবি, অ্যাম্বী ফার্মা, ইউনাইটেড ইন্সু., শ্যামপুর সুগার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এইচ আর টেক্স, এসিআই ফরমুলেশন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এপেক্স ফুটওয়্যার ও ইসলামি ইন্স্যুরেন্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
এদিকে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসইএক্স সূচক ১৩০.৩৪ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৪৬৮.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।দিনশেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়