News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৯, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২১:০০, ১৮ জানুয়ারি ২০২০

চীনা উদ্যোগে গঠিত এআইআইবিতে যোগ দিচ্ছে রাশিয়া ও ব্রাজিল

চীনা উদ্যোগে গঠিত এআইআইবিতে যোগ দিচ্ছে রাশিয়া ও ব্রাজিল

চীনের উদ্যোগে গঠিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) শরিক হওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া ও ব্রাজিল। যুক্তরাষ্ট্র প্রথম দিকে এআইআইবির বিপক্ষে থাকলেও পরে সুর পাল্টেছে।  তবে এই ব্যাংকে যোগ না দেওয়ার ব্যাপারে এখনো অটল রয়েছে এশিয়ায় চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী জাপান। খবর রয়টার্সের।

শনিবার চীনে এক আন্তর্জাতিক ফোরামে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইগর শুভালভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এআইআইবিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অপরদিকে, গত শুক্রবার  ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের অফিস থেকে এআইআইবিতে যোগ দিতে আগ্রহের কথা জানানো হয়।

পশ্চিমা মিত্রদেশগুলো এক এক করে এআইআইবি যোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রথম দিকের বিপক্ষে থাকার অবস্থান পাল্টে চীনের এই উদ্যোগের সঙ্গে থাকতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ), বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) ইতিমধ্যে এআইআইবি গঠনের চীনা উদ্যোগে সমর্থন দিয়েছে। এই তিনটি সংস্থায় যুক্তরাষ্ট্র ও জাপানের শেয়ার বেশি থাকার কারণেই মূলত চীন নতুন আঞ্চলিক ব্যাংকটি গঠনে মাঠে নামে।

তবে এই ব্যাংকে যোগ না দেওয়ার ব্যাপারে এখনো অটল রয়েছে এশিয়ায় চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী জাপান।

চলতি ২০১৫ সালেই এ সংস্থার কার্যক্রম শুরু করতে চায় চীন। চীনের পাশাপাশি বাংলাদেশসহ ২৭টি দেশ এআইআইবির প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া, এই উদ্যোগে ইতিমধ্যে ৩০টির বেশি দেশ সমর্থন জানিয়েছে। নতুন এ ব্যাংক পাঁচ হাজার কোটি ডলারের তহবিল নিয়ে যাত্রা শুরু করবে।

সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবুর্গ ও সুইজারল্যান্ড এআইআইবির সদস্য হওয়ার জন্য আবেদন করেছে। এআইআইবির সদস্যপদের জন্য আবেদনের শেষ দিন ৩১ মার্চ।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়