বিশ্বকাপে সাঙ্গাকারাকে ছাড়িয়ে সেরা মার্টিন গাপটিল
ঢাকা: বিশ্বকাপে ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের মারকুটে ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই ২৩৭ রান করে অপরাজিত থেকে বিশ্বকাপে অনন্য উচ্চতায় উঠেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পর কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিকও এখন মার্টিন গাপটিল।
রোববার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে মাত্র ১৫ রান করে সেরা তালিকায় স্থান করে নেন মার্টিন গাপটিল। অস্ট্রেলিয়ার বিশ্বকাপের টানা চার সেঞ্চুরি হাকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন শ্রীলংকার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপে কুমার সঙ্গাকারাকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের সেরা তালিকায় উঠেছেন মার্টিন গাপটিল।
বিশ্বকাপে নয় ম্যাচ খেলে তার রান ৫৪৭ রান করে সবার ওপরে উঠেছেন ২৮ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান। কুমার সাঙ্গাকারা সাত ম্যাচ খেলে করেছেন ৫৪১ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। দুই ম্যাচ বেশি খেলে মাত্র ছয় রানে এগিয়ে আছেন মার্টিন গাপটিল।
এছাড়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আট ম্যাচ খেলে ৪৮২ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের রস টেলর ছয় ম্যাচ খেলে ৪৩৩ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ভারতের শিখর ধাওয়ান আট ম্যাচ খেলে ৪১২ রানে পঞ্চম স্থানে। শ্রীলংকান দিলশান সাত ম্যাচে ৩৯৫ রান নিয়ে ৬ষ্ঠ স্থানে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








