News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৩, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০২:২১, ৩১ ডিসেম্বর ২০১৯

এলিয়টের অর্ধশতক

এলিয়টের অর্ধশতক

ঢাকা: বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে এগিয়ে নিচ্ছেন গ্রান্ট এলিয়ট।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই একে একে সাজঘরে ফিরেছেন ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। এরপর ম্যাক্সওয়েলের করা ২০তম ওভারের শেষ বলে এলিয়ট লেগ বিফোরের ফাঁদে পড়েন। আম্পায়ার আউট দিলে রিভিউ নিয়ে এই যাত্রায় বেঁচে যান তিনি।

ম্যাক্সওয়েলের বলে সুইপ করতে চেষ্টা করেন এলিয়ট। ব্যাটে বলে টাইমিং মিস হওয়ার কারণে বল প্যাডে আঘাত হানেন। অসি শিবির তখন এলবিডব্লিউয়ের আবেদন জানায়। বেশ সময় নিয়ে আম্পায়ার কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। এলিয়ট তখন রিভিউ নেন। আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল হয়ে বেঁচে যান ইলিয়ট।

৩৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের নবম অর্ধশতক পূর্ণ করে এখনও ব্যাট করছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম.এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়