News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৪, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৮:১০, ১ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপ ফাইনালের ছয় সেঞ্চুরিয়ান

বিশ্বকাপ ফাইনালের ছয় সেঞ্চুরিয়ান

ঢাকা: রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে একাদশতম বিশ্বকাপ আসরের ফাইনালে লড়ছে টুর্নামেন্টটির দুই আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কে ম্যাচ জিতবে তা নির্ভর করছে বোলার-ব্যাটসম্যানদের দাপটের ওপর। নিচে বিশ্বকাপ ফাইনালের বড় মঞ্চে যারা ব্যাট হাতে দাপট দেখিয়েছেন, সেঞ্চুরির সুবাস ছড়িয়েছেন এমন ছয় ব্যাটসম্যানের কীর্তি তুলে ধরা হলো।

১. ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ)  ১৭৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ৮৫ বলে ১০২ রান সংগ্রহ করেছিল, ম্যাচ জিতেছিল ক্যারিবিয়রা।

২. ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ) ১৯৭৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৫৭ বলে ১৩৮ রান সংগ্রহ করেছিলেন, ম্যাচও জিতেছিল তার দল।

৩. অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা) ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ১২৪ বলে ১০৭ রান সংগ্রহ করেছিলেন, ম্যাচ জিতেছিল লঙ্কানরা।

৪. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ২০০৩ সালে ভারতের বিপক্ষে ফাইনালে  ১২১ বলে ১৪০ রান সংগ্রহ করেছিলেন, ম্যাচ জিতেছিল অসিরা।

৫. অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া) ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১০৪ বলে ১৪৯ রান সংগ্রহ করেছিলেন, ম্যাচ জিতেছিল হলুদ জার্সিধারীরা।

৬. মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা) ২০১১ সালের ফাইনালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ৮৮ বলে ১০৩ রান সংগ্রহ করেছিল, যদিও সেই ম্যাচটি হেরে গিয়েছিল লঙ্কানরা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়