News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৫, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়ার টার্গেট ১৮৪

অস্ট্রেলিয়ার টার্গেট ১৮৪

ঢাকা: পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিততে অস্ট্রেলিয়ার দরকার ১৮৪ রান।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ২০১৫ বিশ্বকাপের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ইনিংসের পাঁচ ওভার বাকি থাকতেই ৪৫ ওভারে ১৮৩ রান করে অলআউট হয়। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান এসেছে গ্রান্ট এলিয়টের ব্যাট থেকে।

এমসিজিতে প্রথম বিশ্বকাপ শিরোপার সন্ধানে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাককুলামকে (০) হারায় নিউজিল্যান্ড। মিশেল স্টার্কের বলে বোল্ড আউট হন বি-ম্যাক। দলীয় ৩৩ রানে ফেরেন মার্টিন গাপটিল (১৫)। এরপর স্কোরবোর্ডে আর ছয়টি রান যোগ হতেই বিদায় নেন কেন উইলিয়ামসনও (১২)।

চতুর্থ উইকেটে রস টেলর ও গ্রান্ট এলিয়টের জুটিতে এই ধাক্কা অনেকটা সামলে ওঠে নিউজিল্যান্ড। এই দুজন ১১১ রান যোগ করে বিচ্ছিন্ন হন। কিন্তু জেমস ফকনারের করা ৩৬ ওভারের প্রথম বলে রস টেলর (৪০) আউট হতেই ভেঙে পড়ে কিউইরা। ওই ওভারেই আউট হন কোরি অ্যান্ডারসন (০)।

স্কোরবোর্ডে আর এক রান যোগ হতেই শূন্য রানেই ফেরেন লুক রঞ্চিও (০)। ৩৬.২ ওভারে ছয় উইকেট হারানোর পর আর খেলায় ফিরতে পারেননি কিউইরা। ডেনিয়েল ভেট্টোরি (৯), টিম সাউদি (১১) ও ম্যাট হেনরি (০) রান করে আউট হন। তিনটি করে উইকেট নিয়েছেন মিশেল জনসন ও জেমস ফকনার। দুটি উইকেট গেছে মিশেল স্টার্কের দখলে। একটি উইকেট পান গ্লেন ম্যাক্সওয়েল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়