News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫০, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

অজিরা ফেবারিট, কিউইরা জিতলে খুশি: আকরাম, সুজন, ফারুক, নান্নু

অজিরা ফেবারিট, কিউইরা জিতলে খুশি: আকরাম, সুজন, ফারুক, নান্নু

ঢাকা: বিশ্বকাপের ফাইনাল খেলায় কে জিতবে তা নিয়ে সারা দুনিয়ার ক্রিকেট বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। পিছিয়ে নেই বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকারাও।

বাংলাদেশের সাবেক এই ক্রিকেটারদের দৃষ্টিতে অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে। তবে নিউজিল্যান্ড জিতলেই বেশি খুশি হবেন বলে তারা জানিয়েছেন।  

শনিবার নিউজবাংলাদেশ.কমের কাছে তারা এ ধরনের প্রতিক্রিয়া জানান।

আইসিসির ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রোববার মেলবোর্নে মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের ফাইনাল নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক আকরাম খান বলেন,“বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে কিছুটা এগিয়ে রাখবো। ওরা বড় দল, চার বার বিশ্বকাপ জিতেছে। ফাইনালে ওরা দারুণ ভালো খেলে। তবে নিউজিল্যান্ড কিন্তু দারুণ ক্রিকেট খেলছে। বিশ্বকাপে এখনও তারা হারেনি। তাই তারাও বিশ্বকাপ জিততে পারে।”

তিনি বলেন,“আমার কাছে দুই দলই সমান শক্তিশালী। অস্ট্রেলিয়া ভালো দল, কিন্তু নিউজিল্যান্ড এই বিশ্বকাপে শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে। স্বাগতিক দুই দলের বিশ্বকাপ ফাইনালে দারুণ লড়াই হবে। আমার মনে হয় এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি একটি আনন্দদায়ক ও উত্তেজনার ফাইনাল হবে।”

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন,“বিশ্বকাপে অস্ট্রেলিয়া ফেবারিট। তবে আমার কাছে মনে হচ্ছে নিউজিল্যান্ড বিশ্বকাপে জিতবে।”

কারণ জানতে চাইলে তিনি বলেন,“অস্ট্রেলিয়া অনেক বড় দল। নিজেদের মাঠে তারা ভালো ক্রিকেট খেলে। তবে বিশ্বকাপের স্বাগতিক নিউজিল্যান্ড কিন্তু এই বিশ্বকাপে এখনও হারেনি। তারা শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে। তবে ফাইনাল ম্যাচ নিয়ে বলা কঠিন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ফাইনালের মতোই লড়াই হবে।”

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন,“আমি চাই নিউজিল্যান্ড বিশ্বকাপে জিতুক। নিউজিল্যান্ড জিতলে নতুন দল চ্যাম্পিয়ন হবে। নতুন দলগুলোর জন্য ভালো হবে। তবে আস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানো কঠিন। কারণ অস্ট্রেলিয়া সবসময় নিজেদের মাঠে ভালো খেলে। তাছাড়া নিউজিল্যান্ডের বোলাররা অস্ট্রেলিয়াতে বেশি সুবিধা করেতে পারবে না। অস্ট্রেলিয়ার ব্যাটিং নিজেদের মাঠে দারুণ শক্তিশালী। সত্যি বলতে, নিউজিল্যান্ড জিতলে আমি খুশি হব।”

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন,“আমার দৃষ্টিতে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বেশি ফেবারিট। কারণ নিউজিল্যান্ড দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার মাঠে খেলে না। আর বিশ্বকাপে সব দিক দিয়েই অস্ট্রেলিয়া এগিয়ে থাকবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়