বিশ্বকাপ ফাইনালের চার তথ্য
ঢাকা: ২৮ বছরের মধ্যে এই প্রথম বিশ্বকাপ ফাইনালে নেই কোনো এশিয়ান দেশ। ১৯৮৩ সাল থেকে প্রত্যেকটি বিশ্বকাপে ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মধ্যে কমপক্ষে একটি দেশ পালাক্রমে ফাইনাল খেলেছে। কিন্তু এবার তার ব্যতয় হয়েছে। অবশ্য ২০১১ সালের মহাযজ্ঞের সাথে এবারের আসর একটি ক্ষেত্রে মিলে গেছে। সেটা হলো বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার আয়োজিত টুর্নামেন্টে দুই আয়োজক দেশ ফাইনাল খেলেছিল। এবারেও তাই।
নিউজিল্যান্ডের প্রথম না অস্ট্রেলিয়ার পঞ্চম:
প্রথম বিশ্বকাপ ফাইনালেই শিরোপা জয় ক্রিকেটে নতুন কোনো বিষয় নয়। ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রত্যেকেই প্রথমবার ফাইনাল খেলেই সাফল্য লাভ করেছে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের সামনেও সেই সুযোগ থাকছে। সমর্থক নিয়েও ভারতে হবেনা ম্যাককুলামদের। কেননা ফাইনালের ৫০ শতাংশ টিকিট ইতোমধ্যেই ভারতীয় সমর্থকরা কিনে নিয়েছে। যারা অস্ট্রেলিয়ার নিকট সেমিতে হারে। সুতরাং এটা নিশ্চিত ফাইনালে অসিদের কোনঠাসা করতে চাইবে সেই সমর্থকরা। কিন্তু ছয় ফাইনালের অভিজ্ঞতায় ঘরের মাঠে অস্ট্রেলিয়া ঠিকই পঞ্চম ট্রফির জন্য ঝাঁপাবে।
বোল্ট বনাম স্টার্কের শ্রেষ্ঠত্বের লড়াই:
চলতি বিশ্বকাপের সেরা দুই বোলারের নাম নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক। প্রথমজনের থলেতে ২১ উইকেট, দ্বিতীয়জনের ২০। সুতরাং মেলবোর্নের ফাইনালে দুজনের নৈপূণ্যের ওপরই নির্ভর করবে কে হবে টুর্নামেন্টের সোর বোলার।
মার্টিন গাপটিলের দরকার ৭ রান:
৫৪১ রান নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। যিনি বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা চার সেঞ্চুরি করেন। অন্যদিকে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে লাইমলাইটে আসেন। ফাইনালে আর সাতটি রান করতে পারলেই কিউই তারকা সাঙ্গাকে ছাড়িয়ে যাবেন। আর এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে এগিয়ে যাবেন।
শুভ বিদায় কার: ভেট্টোরি না ক্লার্ক
বিশ্বকাপ ফাইনালের এক দিন আগে অর্থাৎ, আজ শনিবার অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ঘোষণা দেন, রঙিন পোশাকে আর নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারি ক্রিকেটে শেষবার মাঠে নামবেন তিনি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ব্রেন্ডন ম্যাককুলাম ঘোষণা দেন, মেলবোর্নেই সম্ভবত শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামবেন অভিজ্ঞ ডেনিয়েল ভেট্টোরি।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








