News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৯, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

এবার উজবেকদের কাছেও ভারতের পরাজয়!

এবার উজবেকদের কাছেও ভারতের পরাজয়!

ঢাকা: বৃহস্পতিবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে লজ্জাজনক পরাজয়ে ভারতে শোকের আবহ এখনো কাটেনি। এরই মাঝে ক্রিকেটের পর এএফসি অনুর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টেও উজবেকিস্তানের সঙ্গে ২-০ গোলে হেরেছে ভারত।

ক্রিকেটে হারের যন্ত্রনা না ফুরাতেই ফুটবলে উজবেকদের কাছে এই পরাজয় ভারতের জন্য যেন জলন্ত আগুনে ঘি ঢেলে দেয়া!

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি অনুর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টের ই গ্রুপের বাছাই পর্বের খেলা শুরু হয়েছে। উদ্ধোধনী দিনের প্রথম খেলায় ভারতকে ২-০ গোলের হাওয়ায় উড়িয়ে দেয় উজবেকরা। উদ্ধোধনী দিনে প্রথম খেলায় হারের মুখ দর্শনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ভারতের।

প্রথমে খেলার ১৬ মিনিটেই সুযোগ পেয়ে ব্যর্থ হয় ভারত। এরপর বাছাই পর্বের খেলাটি প্রথমার্ধে গোল শুন্য থাকে। মাঠে উপস্থিত দর্শকদের গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। বিরতির পর খেলার ৮৪ মিনিটে কোজাক সুযোগ পেলেও তা দক্ষতার সঙ্গে প্রতিহত করে ভারতের রক্ষণভাগ। এরপরেই উজবেকিস্তানকে জয়ের পথ দেখান ইগোর সারগেভ (১-০)।

ইনজুরি সময়ে সারগেভের পাস থেকে ভারতের সাথে উজবেকিস্তানের ব্যবধান দ্বিগুণ করেন ভ্লাদিমির কোজাক। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে উজবেকিস্তান। অন্যদিকে ভেজা বেড়ালের মতো মাথা নিচু করে মাঠ ত্যাগ করেন ‘মওকাখ্যাত’ ভারতের ফুটবলারা।

উল্লেখ্য ১০টি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল অংশ নেবে ২০১৬ সালে কাতারে অনুষ্ঠেয় এএফসি অনুর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশীপে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়