News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন সৌম্য-তাইজুল

অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন সৌম্য-তাইজুল

ঢাকা: বিশ্বকাপ আয়োজনে স্বপ্ন পুরন হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ক্রিকেট ভক্তদের। আয়োজক দেশ হিসেবে দারুণ ফর্মে থেকে বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া বিশ্বকাপ তারকা টাইগারদের চোখে ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াই এগিয়ে থাকবে।

সেমিফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ অফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমবার বিশ্বকাপ ফাইনালে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী তারা। বিশ্বকাপের আয়োজক হিসেবে শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলতে শুরু করে দলটি। বিশ্বকাপে এখনো অপরাজিত রয়েছে নিউজিল্যান্ড।

অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডে এক ম্যাচে হারলেও বাকি ম্যাচগুলো দারুণ ক্রিকেট খেলতে দর্শকদের মন জয় করে নেয়। তাই ঘরের মাঠে রোববার নিজেদের মাঠে ফাইনালে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী দলটি।

অস্ট্রেলিয়ার-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বাংলাদেশের তরুণ তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার নিউজবাংলাদেশকে মোবাইলে বলেন, “স্বাগতিক হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছি। কারণ নিজেদের মাঠে অস্ট্রেলিয়া ভয়ংকর ক্রিকেট খেলছে। সেমিফাইনালে ভারতকে তারা দাঁড়াতেই দেয়নি। তাই আমার দৃষ্টিতে ফাইনালে অস্ট্রেলিয়া ফেবারিট।”

নিউজিল্যান্ডের বিষয়ে তিনি বলেন, “ফাইনাল খেলাটি যদি নিউজিল্যান্ডের মাঠে অনুষ্ঠিত হয় তাহলে নিউজিল্যান্ড এগিয়ে থাকতো। নিউজিল্যান্ড কিন্তু শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলছে। তবে ফাইনাল ম্যাচটিতে বেশ লড়াই হবে বলে মনে হচ্ছে।”

বাংলাদেশ দলের তরুণ স্পিনার তাইজুল ইসলাম মুঠোফোনে নিউজবাংলাদেশকে বলেন, “বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড দারুণ ক্রিকেট খেলছে। তাই ফাইনালে কে জিতবে এ বিষয়ে আগেই বলা কঠিন। অস্ট্রেলিয়া নিজেদের মাঠে সব সময় ভালো। কিন্তু নিউজিল্যান্ড শুরু থেকেই অসাধারণ ক্রিকেট খেলছে। তাদের সামনে প্রথমবার সুযোগ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার। তাই তারা জিততেই চাইবে।”

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়