বিশ্বকাপ ফাইনালের আম্পায়ার চূড়ান্ত
ঢাকা: শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরোকে ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের অনফিল্ড আম্পায়ার হিসেবে চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ট্রান্স তাসমানিয়ান লড়াইয়ে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। আর টিভি আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার কোয়ার্টার ফাইনালে কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেয়া ইংল্যান্ডের আম্পায়ার ইয়ান গোল্ড ও ম্যারিয়াস এরাসমাস।
প্রসঙ্গত, বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে শ্বাষরুদ্ধকর ম্যাচে চার উইকেটে হারিয়ে ফাইনালে নাম লেখায় নিউজিল্যান্ড। আর দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হারে মহেন্দ্র সিং ধোনির ‘টিম ইন্ডিয়া’।
যারা ম্যাচ পরিচালনা করবেন:
মার্চ ২৯: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
অনফিল্ড আম্পায়ার: কুমার ধর্মসেনা ও রিচার্ড ক্যাটেলবোরো, ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, টিভি আম্পায়ার: ম্যারিয়াস এরাসমাস (তৃতীয় আম্পায়ার), ইয়ান গোল্ড (চতুর্থ আম্পায়ার)।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








