News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩২, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২০

ক্লার্কদের স্পিন পাঠ দিলেন ওয়ার্ন

ক্লার্কদের স্পিন পাঠ দিলেন ওয়ার্ন

ঢাকা: অস্ট্রেলিয়ানদের স্পিন জুজু কাটাতে পর্দার সামনে এবার শেন ওয়ার্ন।

বুধবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে ভারতের বিপক্ষে এসসিজির দ্বৈরথের আগের দিন নেটে মাইকেল ক্লার্কদের বিপক্ষে স্পিনের ফাঁদ পাতলেন অসি কিংবদন্তি। যাতে করে রবিচন্দন অশ্বিন-সুরেশ রায়নাদের বিপক্ষে স্পিনে খোড়াতে না হয় অসিদের।

বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের একজন ভাবা হয় শেন ওয়ার্নকে। যিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ১৪ টেস্টে ৬৪টি উইকেট শিকার করেছিলেন। রঙিন পোশাকের ক্রিকেটে ২৬ ম্যাচে এই গ্রাউন্ডটিতে তার সংগ্রহ ৪৩ উইকেট।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই অভিষিক্ত হয়েছিলেন ওয়ার্ন। ১৯৯২ সালে, ভারতের বিপক্ষে খেলায়। যদিও অভিষেক ম্যাচে মাত্র ১ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল অসি কিংবদন্তিকে। পরে অবশ্য নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভিক্টোরিয়ার বোলিং প্রতিভা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়