News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:২২, ১১ জুলাই ২০২৫

৯ গোলের তাণ্ডবে সাগরিকার হ্যাটট্রিক, উড়ে গেল লঙ্কানরা

৯ গোলের তাণ্ডবে সাগরিকার হ্যাটট্রিক, উড়ে গেল লঙ্কানরা

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় নারী ফুটবলে বাংলাদেশ যেন এখন এক নক্ষত্র। মাঠে নামলেই ঝড় তোলে, গোলের বন্যা বইয়ে দেয়! আর তার জীবন্ত প্রমাণ—কিংস অ্যারেনায় যেন নেমে এসেছিল লাল-সবুজের এক ফুটবল-ঝড়! 

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়ে শক্তির নিখুঁত প্রদর্শন করল স্বপ্না-সাগরিকারা। গোলের পর গোল, প্রতিপক্ষকে পিষে ফেলা এক মন মাতানো পারফরম্যান্সে উদ্ভাসিত হলো বাংলাদেশের উঠতি তারকারা।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি। 

শুরুতেই ফ্রি–কিক থেকে গোল করে লঙ্কানদের ঘুম ভাঙিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। এরপর একের পর এক আক্রমণে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার রক্ষণভাগ। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা তুলে নেন হ্যাটট্রিক, ডাবল গোল করেন মুনকি আক্তার, বাকিদের মধ্যে রোমাঞ্চ ছড়ান রুপা, শান্তি, শিখা ও স্বপ্না নিজেও।

প্রথম মিনিট থেকেই ম্যাচে দাপট দেখানো স্বাগতিকরা পুরো নব্বই মিনিট জুড়েই ছিল আক্রমণাত্মক মেজাজে। মিডফিল্ডার স্বপ্না রানীর প্রথম মিনিটের ফ্রি-কিক গোল দিয়েই জয়ের ভিত্তিপ্রস্তর গড়ে দেন তিনি। ম্যাচজুড়ে বাংলাদেশের হয়ে গোল করেন মোট সাতজন খেলোয়াড়। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা করেন হ্যাটট্রিক, মুনকি আক্তার করেন দুটি গোল এবং একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্ডি।

ম্যাচের ২য় মিনিটে স্বপ্নার দুর্দান্ত ফ্রি-কিকে লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগেকে পরাস্ত করে ১–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪র্থ মিনিটে ডানপ্রান্ত দিয়ে বল টেনে এনে মুনকি আক্তার বাঁ পায়ের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ২–০।

৩৭তম মিনিটে আসে সাগরিকার প্রথম গোল—সিনহা জাহান শিখার ডান দিকের ক্রসে লঙ্কান গোলরক্ষকের ভুল ব্যবহার করে ফাঁকা পোস্টে সহজ ফিনিশিং করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ সময় পর্যন্ত আরও দুটি গোল অফসাইডের কারণে বাতিল হয় বাংলাদেশের। প্রথমার্ধে আরও একবার মুনকির শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন: নির্বাচনের কারণে পরিবর্তন হতে পারে বিপিএলের সূচি

বিরতির পরই গোলের স্রোত। ৪৮ মিনিটে সাগরিকার কাটব্যাক থেকে মুনকি আক্তার করেন নিজের দ্বিতীয় গোল। ৫০ মিনিটে শান্তি মার্ডির পাস থেকে শিখার নিখুঁত প্লেসিংয়ে আসে পঞ্চম গোল। এরপর ৫৩ মিনিটে বন্যা খাতুনের পাস থেকে সাগরিকার দ্বিতীয় গোল, ৫৯ মিনিটে পূজা দাসের কাটব্যাকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি।

৮৫ মিনিটে কর্নার রক্ষার ব্যর্থতায় বল চলে আসে রুপা আক্তারের কাছে, যেখান থেকে গোল করে দলের অষ্টম গোলটি করেন তিনি। অতিরিক্ত সময়ে শ্রীলঙ্কার হয়ে জাসোথারান লায়নসিকা একটি সান্ত্বনার গোল করলেও তার পরপরই পাল্টা আক্রমণে শান্তি মার্ডি বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন।

ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হলেও মাঠের মান নিয়ে প্রশ্ন থেকেই গেছে। এবড়োখেবড়ো ও অনিয়মিত ঘাসের কারণে একাধিক পাস এবং ফিনিশিংয়ে সমস্যা দেখা গেছে। ফেব্রুয়ারিতে নির্ধারিত টুর্নামেন্ট মাঠের জটিলতার কারণে পিছিয়ে আসে জুলাইয়ে, যা এখনো পুরোপুরি সমাধান হয়নি।

ভারতের নাম প্রত্যাহারের পর এবারের সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে মাত্র চারটি দল—বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে, এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৩ জুলাই (শনিবার) নেপালের বিপক্ষে। এরপর ১৫ ও ১৭ জুলাই তারা টানা দুটি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ১৯ জুলাই ফের মুখোমুখি হবে শ্রীলঙ্কার সঙ্গে এবং ২১ জুলাই নেপালের বিপক্ষে খেলবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।

বয়সভিত্তিক সাফ আসরে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আধিপত্য বিস্তার করেছে। ২০১৮, ২০১৯, ২০২২ এবং ২০২৪ সালে চারবার চ্যাম্পিয়ন হয় তারা, এর মধ্যে ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জেতে। এবার ভারত না থাকায় এককভাবে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ সামনে পেয়েছে স্বপ্না-সাগরিকারা।

এই তরুণ দলটিকে কেন্দ্র করে ভবিষ্যতের জাতীয় দল গঠনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কোচ পিটার বাটলার, যিনি এদিন এশিয়ান কাপ বাছাই পর্বে খেলা ২৩ সদস্যের মধ্যে আটজনকেই শুরুর একাদশে রেখেছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়