News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৭, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

হিউজকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ ক্লার্কের

হিউজকে বিশ্বকাপ ট্রফি উৎসর্গ ক্লার্কের

ঢাকা: রোববার মেলবোর্নের মহারণে মহাদেশীয় প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পর আবেগঘন হয়ে পড়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। তখন নিশ্চয়ই ৩৩ বছর বয়সী ক্রিকেটারের মনের জানালায় অনেক কথা উঁকি দিচ্ছিলো। কিন্তু আনন্দের সেই ক্ষণেও প্রয়াত সতীর্থ ফিল হিউজকে ভোলেননি ক্লার্ক। নিজেদের ক্রিকেট ইতিহাসে পঞ্চম বিশ্বকাপ ট্রফি জয়ের পর তা সাবেক সতীর্থকে উৎসর্গ করলেন অসি দলপতি।

ফাইনাল জয়ের পর ফিল হিউজকে স্মরণ করে ক্লার্ক বললেন, “১৬ জন খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ খেলেছি আমরা। আজকের রাতটি আমার ছোট ভাইকে (হিউজ) উৎসর্গ করছি।” কাধের আর্মব্যান্ডকে দেখিয়ে অসি অধিনায়ক বলেন, “গোটা টুর্নামেন্টেই সে আমাদের সাথেই ছিল। এই আর্মব্যান্ডের মাঝে। আর আমি যতদিন অস্ট্রেলিয়ার হয়ে খেলবো ততদিন এই আর্মব্যান্ড পরেই নামবো।”

প্রসঙ্গত, গেল বছরের ২৭ নভেম্বরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া লিগের একটি ম্যাচ খেলার সময় মাথায় আঘাত পান হিউজ। এরপর তিন দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। বিষয়টি স্মরণ করে ক্লার্কের বক্তব্য, “গেল কয়েক মাস আমাদের জন্য সহজ ছিল না। সেটা মাঠ ও মাঠের বাইরে উভয় জায়গাতেই।”

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়