News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২২, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-এর ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতেছে নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককলাম। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার মেলর্বোন ক্রিকেটে গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হতে হবে মাঠের লড়াই। এ ম্যাচে যে দল জয়ী হবে তাদের হাতেই উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি।

এবার ক্রিকেট বিশ্বকাপে সপ্তমবারের মতো ফাইনাল খেলছে অস্ট্রেলিয়া। অপরদিকে এবারই প্রথম ফাইনালে উঠল ব্রেন্ডন ম্যককলামের দল নিউজিল্যান্ড। এখন দেখা যাক পঞ্চমবারের মতো অস্ট্রেলিয়া শিরোপা জিতবে নাকি প্রথমবার বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে নিউজিল্যান্ড। শেষ হাসি হাসবে কারা তা দেখার জন্য মুখিয়ে আছে সারা বিশ্ব। অপেক্ষা আর কিছুক্ষণের।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়