News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৫, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

নিজ জেলায় ফুলেল সংবর্ধনায় মুশফিক

নিজ জেলায় ফুলেল সংবর্ধনায় মুশফিক

বগুড়া: বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা বাংলাদেশ দলের অন্যতম কান্ডারি টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম নিজ জেলায় ফুলেল সংবর্ধনায় সিক্ত হয়েছেন।

আগামীতে বাংলাদেশ দলের হয়ে আরও ভালো খেলার দৃঢ় আশা ব্যক্ত করেছেন তিনি।

শনিবার বিকালে বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুশফিককে সংবর্ধনা দেওয়া হয়। শহরের কেন্দ্রস্থল সাতমাথায় আয়োজিত অনুষ্ঠানে শত শত ক্রিকেট ভক্ত মুশফিককে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ দলের অন্যতম সফল ও ধারাবাহিক ব্যাটসম্যান বগুড়ার ছেলে মুশফিক সংবর্ধনা স্থলে এলে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ আনন্দ ধ্বনিতে স্বাগত জানান।

মুশফিক বলেন, “দেশবাসীর দোয়া ও আন্তরিক সমর্থনের কারণেই বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলে এবার প্রাথমিক সাফল্যের প্রথম ধাপ পূরণ করেছে।”

আগামী মাসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ এবং পরে ভারত সিরিজের বিষয়ে তিনি বলেন, “তারা এসে নিশ্চিয়ই টের পাবেন ‘বাংলাদেশ কেমন টিম’ এবং বাংলাদেশকে হারানো এখন অনেক কঠিন। তিনি এজন্য দেশবাসীর কাছে দলের প্রত্যেকের জন্য দোয়া কামনা করে ভালো খেলার প্রতিশ্রুতি দেন।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন বক্তব্য রাখেন।

এছাড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ



 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়