News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৭, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

ইতিহাস গড়লেন সাইনা

ইতিহাস গড়লেন সাইনা

ঢাকা: প্রকাশ পাড়ুকোনের পর সাইনা নেহওয়াল।শনিবার প্রথম ভারতীয় হিসেবে এক নম্বর মহিলা খেলোয়াড় হওয়ার নজির স্থাপন করছেন হায়দরাবাদের সুন্দরী সাইনা নেহওয়াল। ইন্ডিয়ান ওপেনের সেমিতে নামার আগে এই সুসংবাদ পান ২৪ বছর বয়সী শাটলার। পরে নাম লেখান ফাইনালেও।

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিনের হারে বিশ্বের এক নম্বর মহিলা খেলোয়াড়ের মুকুট মাথায় ওঠে সাইনার। শনিবার ইন্ডিয়ান ওপেন সুপার সিরিজের প্রথম সেমিতে থাই শাটলার ইন্তানন বিশ্বের শীর্ষ তারকার বিরুদ্ধে জয় তুলে নিতেই শ্রেষ্ঠত্ব পান সাইনা।

লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনা তার গৌরবময় ক্যারিয়ারে ১৪টি শিরোপা জয় করেন। আর সর্বশেষ ম্যানচেস্টারে অলইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে জাপানের উই হাশিমোতেকে হারিয়ে ফাইনালে নাম লেখালেন নেহওয়াল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়