বিশ্বকাপের পর্দা নামছে রোববার
ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর পর্দা নামছে রোববার। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়েই সমাপ্তি ঘটছে বিশ্বকাপ একাদশ আয়োজনের।
আধুনিক বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে ক্রিকেটের আবেদন নেহাত কম নয়। কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো সারা দুনিয়ায় এখনো ততটা জনপ্রিয়তা লাভ না করলেও বিশ্বকাপ ক্রিকেট স্বমহিমায় জনপ্রিয়। দর্শকসংখ্যার পরিসর ফুটবল বিশ্বকাপ এর তুলনায় ছোট হলেও ক্রিকেট বিশ্বকাপেও পৃথিবীর দেশে দেশে অলিতে-গলিতে, গাড়িতে-বাড়িতে আর শিক্ষাঙ্গনে ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রতিটি ম্যাচেই বিরাজ করে টান টান উত্তেজনা।
স্বাগতিক নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইসিসি ২০১৫ ক্রিকেট বিশ্বকাপ। টানা ৪৩ দিনের ক্রিকেট লড়াই শেষে এখন বিদায়ের সুর বাজছে। রোববার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে একাদশ বিশ্বকাপ আসরের। আর মাত্র কয়েক ঘণ্টা পর পরবর্তী চার বছরের জন্য নির্ধারণ হবে ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন। তারপর আবার ৪ বছরের জন্য ক্রিকেটপ্রেমীদের গুনতে হবে অপেক্ষার প্রহর।
বিশ্বকাপ আসরে ট্রফি জয়ের শেষ লড়াইয়ে মেলবোর্নে মুখোমুখি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বিশ্বকাপ আসরে ৪৮টি ৫০ ওভারের ম্যাচের সবগুলো ম্যাচই ছিলো টান টান উত্তেজনায় পূর্ণ। আর ৪৯তম ম্যাচ (ফাইনাল) দিয়ে শেষ হবে বিশ্বকাপ আসরের মর্জদার লড়াই।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১৪টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের ম্যাচগুলো। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দাবি করেছেন,“ বিশ্বকাপের এবারের আসর ভেঙেছে অতীতের সব রেকর্ড। দর্শকপ্রিয়তা থেকে শুরু করে সব বিভাগেই শীর্ষে উঠে গেছে এবারের বিশ্বকাপ।”
এবারের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নিলেও আগামী বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে বলে জানিয়েছে আইসিসি। ২০১৯ সালে আইসিসির দ্বাদশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বিশ্বকাপের জমজমাট এ আসরটি বসবে ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত।
উল্লখ্য ২০১১ সালে আইসিসি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়েছিল বাংলাদেশ। এবারের বিশ্বকাপের আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আর বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








