ভারতীয় সমর্থকদের কাছে ম্যাককুলামের চিঠি
ঢাকা: বিষয়টা অভিনব। কিছুটা বিস্ময়করও। রোববার মেলবোর্নে ২০১৫ বিশ্বকাপের ফাইনাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ভারতীয় সমর্থকদের কাছে চিঠি লিখলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম। আর আর্জি জানালেন তাদের সমর্থনের।
আলোচিত সেই চিঠিতে ম্যাককুলাম লিখেন, “আমি জানি আপনারা একটা বিশ্বকাপ ট্রফির অভাব ভালোভাবেই বুঝে থাকবেন। এও জানি ইতোমধ্যেই আপনারা আমাদের সমর্থন করেছেন। সেজন্য ধন্যবাদ। এখন বিশ্বকাপে প্রত্যেকটি বলে আপনাদের সমর্থন চাই। আশা করি আপনারা আমাদের জন্য গলা ফাটাবেন, পাশেই থাকবেন।”বিশ্বকাপ ফাইনালকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ বলেও উল্লেখ করেন বি-ম্যাক। তিনি বলেন, “ক্যারিয়ারের সবচেয় বড় ম্যাচে লক্ষ লক্ষ সমর্থক আমাদের জন্য গলা ফাটাবে, সেটা দেখতে আমরা মুখিয়ে রয়েছি৷”
কিইউরা প্রথমবার বিশ্বকাপ ফাইনালে নামলেও এর আগে চারবার কাপ নিজেদের দখলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৭ সালে ইডেনে অ্যালাম বোর্ডারের হাতে ধরে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ক্যাঙ্গারুরা। তারপর ১৯৯৯ সালে স্টিভ ওয়াহ এবং ২০০৩ ও ২০০৭ সালে রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে কাপ জেতান।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








