News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৯, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড

পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড

ঢাকা: রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ২০১৫ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই মহাদেশীয় প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কে জিতবে, তা সময়ের গর্ভের বিষয়। তার আগে দুই দলের বিশ্বকাপ পারফরম্যান্সে চোখ বুলিয়ে নেই। যেখানে বিস্ময়করভাবে অসিদের পেছনে ফেলেছে কিউইরা।

সর্বোচ্চ রান:
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল- ৫৩২
অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ- ৩৪৬

সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ:
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল- ২৩৭
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার- ১৭৮

সর্বোচ্চ স্ট্রাইক রেট:
নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককুলাম- ১৯১.৮১
অস্ট্রেলিয়া: গ্লেন ম্যাক্সওয়েল-১৮২.০২

সর্বোচ্চ গড়:
নিউজিল্যান্ড: মার্টিন গাপটিল- ৭৬.০
অস্ট্রেলিয়া: গ্লেন ম্যাক্সওয়েল- ৬৪.৮০

সর্বোচ্চ উইকেট:
নিউজিল্যান্ড: ট্রেন্ট বোল্ট- ২১টি
অস্ট্রেলিয়া: মিশেল স্টার্ক- ২০টি

সেরা ফিগার:
নিউজিল্যান্ড: টিম সাউদি- ৩৩ রানে ৭ উইকেট
অস্ট্রেলিয়া: মিশেল স্টার্ক- ২৮ রানে ৬ উইকেট

বোলিংয়ে সেরা গড়:
নিউজিল্যান্ড: ট্রেন্ট বোল্ট- ১৫.৭৬
অস্ট্রেলিয়া: মিশেল স্টার্ক- ১০.২০

সবচেয়ে বেশি মেডেন:
নিউজিল্যান্ড: ট্রেন্ট বোল্ট- ১৪টি
অস্ট্রেলিয়া: জোস হ্যাজলউড- ৩টি

বিশ্বকাপে দু দল:
নয় ম্যাচ মুখোমুখি হয়েছে। অস্ট্রেলিয়া জিতেছে ছয়টি, নিউজিল্যান্ড তিনটিতে। অন্যদিকে সর্বসাকুল্যে দু দল ১২৬টি ওয়ানডেতে মুখোমুখি হয়। যেখানে ৮৫ জয় অস্ট্রেলিয়ার, ৩৫ জয় নিউজিল্যান্ডের। আর ছয়টি ম্যাচ নিস্ফলা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়