News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ২৩:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২০

সিরিয়ার কাছে ৪-০ গোলে বাংলাদেশের হার

সিরিয়ার কাছে ৪-০ গোলে বাংলাদেশের হার

ঢাকা: এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ‘ই’ গ্রুপের বাছাইপর্বে সিরিয়ার কাছে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যার (শুক্রবার) দ্বিতীয় খেলায় বাংলাদেশ সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে। বাছাই পর্বে দিনের প্রথম খেলায় ভারতকে ২-০ গোলে হারায় উজবেকিস্তান।

খেলা শুরুর ৭ মিনিটেই সিরিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এসময় ফ্রি কিক থেকে গোল পায় সিরিয়া। এরপর খেলার ১৫ মিনিটে আবারও গোল করে সিরিয়ারা। এতে ২-০ গোলে পিছিয়ে পড়ে লাল সবুজরা। প্রথমার্ধে গোল শোধ করার মতো সুযোগই তৈরি করতে পারেনি স্বাগতিকরা।

খেলার ৪৮ মিনিটে পেনাল্টি থেকে সিরিয়া আরো এক গোল করে। ফলে বিরতির আগেই ৩-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সফল হতে পারেনি স্বাগতিকরা। এ সময় বাংলাদেশ রক্ষণভাগ খানিকটা সামলে রাখলেও খেলা ৮২ মিনিটে আবারও পিছিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়ানরা।

 উল্লেখ্য, ফিফার বর্তমান র‌্যাঙ্কিংয়ে সিরিয়ার অবস্থান ১৫২ নম্বর, র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৬২তম স্থানে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়