News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪০, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

সেরার লড়াইয়ে বোল্ট-স্টার্কের ডুয়েল

সেরার লড়াইয়ে বোল্ট-স্টার্কের ডুয়েল

ঢাকা: এমসিজিতে রবীবারসীয় মহারণে শিরোপার লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। ট্রান্স তাসমান সেই দ্বৈরথে ১১ জন অসির বিপক্ষে নামবে ১১ জন ব্লাক ক্যাপস যোদ্ধা।

কিন্তু বৃহত্তর পরিসরের এই লড়াইয়ের মাঝেও আলাদা আরেক ধরনের লড়াইয়ে নামবেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট ও অসি স্পিডস্টার মিশেল স্টার্ক। তা হলো ২০১৫ বিশ্বকাপের সেরা বোলার হওয়ার নজির স্থাপন করা।

চলতি বিশ্বকাপে আট ম্যাচ খেলে ২১ উইকেট দখল করে টুর্নামেন্টের সেরা বোলার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ক্রিকেটযজ্ঞে এক ম্যাচ কম খেলে উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে মিশেল স্টার্ক। ৭ ম্যাচে ২০ উইকেট তার।

এদিকে, বোল্টের স্বদেশি মার্টিন গাপটিলের সামনে হাতছানি দিচ্ছে চলতি বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক হওয়ার কীর্তি। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার থেকে ৯ রান পিছিয়ে কিউই ওপেনার। যিনি এই বিশ্বকাপে টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ অপরাজিত ২৩৭ রানের ইনিংস উপহার দিয়েছেন।

অপরদিকে, ইংল্যান্ডের স্টিফেন ফিন ও দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনির দখলে এই বিশ্বকাপের দুই হ্যাটট্রিক। সবচেয়ে বেশি ছক্কা উইন্ডিজের ক্রিস গেইলের ভাড়ারে। ২৬ বার ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। সর্বোচ্চ ডিসমিসাল মহেন্দ্র সিং ধোনির দখলে, সংখ্যাটা ১৫। তার পরেই আছেন অস্ট্রেলিয়ার ব্রাড হাডিন।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়