News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৯, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৪, ১৮ জানুয়ারি ২০২০

‘মওকা’র যবনিকায় ক্ষোভ

পোস্টারে আগুন, ধোনির বাড়ি পাহারায় পুলিশ

পোস্টারে আগুন, ধোনির বাড়ি পাহারায় পুলিশ

বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয়ে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ‘টিম ইন্ডিয়ার’ সমর্থকরা।

রাগে ক্ষোভে টেলিভিশন সেট ভাঙার পাশাপাশি, তারা আগুনও দিয়েছেন ক্রিকেটারদের পোস্টারে। যেসব ক্রিকেটারদের পোস্টারে আগুন দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহেলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজাসহ প্রমুখরা।


ধোনির বাড়ি পাহাড়ায় পুলিশ মোতায়েনএছাড়াও সমর্থকরা ক্রিকেটারদের বিরুদ্ধে মিছিলও করেছেন। সমর্থকদের এসব তাণ্ডবের পর ভারতীয় অধিনায়কের রাঁচীর বাড়ির নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

উল্লেখ্য, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে আম্পায়াদের সহযোগিতায় জিতলেও বৃহস্পতিবার এসসিজিতে ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ভারত।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়