আনুশকাকে দোষ দেবেন না: সৌরভ
ঢাকা: সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বৈরথে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ বিরাট কোহলি। সিডনিতে মাঠে উপস্থিত থেকে সেই খেলা উপভোগ করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ফলে টুইটারে অনেকেই ‘পিকে’ খ্যাত অভিনেত্রীর মুণ্ডুপাত করছেন। কিন্তু এই বিষয়টিতে সায় দিচ্ছেন না সৌরভ গাঙ্গুলি।
আনুশকাকে আক্রান্ত হতে থেকে সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, “আনুশকা কী ভুল কাজ করেছে? সে অন্যান্য ক্রিকেট পরিবারের ন্যায় শুধুমাত্র একটা ম্যাচ দেখতে গিয়েছিল। সেজন্য কোহলির পারফরম্যান্সের জন্য আনুশকাকে দোষ দেয়া যায় না। তার সমালোচনা করাটা জনগণের অপরিণত মনোভাবের প্রকাশ।”
সংযুক্তি হিসেবে ‘প্রিন্স অব কলকাতা’ আরো বলেন, “দুটি লোকের ভালোবাসার বন্ধনে জড়িয়ে পড়াতে কোন পাপ নেই। আসলে ভারতীয় দলেই কিছু সমস্যা আছে। আগে সেটাই সমাধান করতে হবে আমাদের। হ্যাঁ, সেই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারেন আপনি। কিন্তু দলকে আরো ভালো পারফর্ম করতে তা সমাধানের কোনো বিকল্প নেই।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৯৫ রানে হারের দিনে কোহলি কেবলমাত্র ১ রান করতে সমর্থ হন।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








