সেমিতে ভারতের হারের ছয় কারণ
ঢাকা: গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। ছয় ম্যাচের ছয়টিতেই জিতেছে। অবশ্য কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে জয়টা কিছুটা বিতর্কিত। হয়তো তারা এমনিতেই জিততো। কিন্তু বিভিন্ন সময় আম্পায়াররা নীল জার্সিধারীদের প্রতি পক্ষপাত দেখিয়ে ধোনি বাহিনীর পারফরম্যান্সে একটা কালিমা লেপন করে দিয়েছে। তবে তারপরও ভারতের এমন হার কেউ কল্পনাও করতে পারেনি। বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অসিদের বিপক্ষে এক প্রকার বির্ধ্বস্ত হয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। কিন্তু কেন হেরেছে ভারত? দেশটির ক্রিকেট বিশ্লেষকরা তার ছয়টি কারণ খুঁজে পেয়েছেন-
১. টসে হার: ভাগ্যের পরীক্ষায় অসিদের কাছে হার কিছুটা ব্যাকফুটে করে দেয় ভারতকে। কেননা টস জিতে ভারতকে বড় টার্গেট দেয়ার সুযোগ পায় মাইকেল ক্লার্ক বাহিনী।
২. শুরুতেই বেশি উইকেট না পাওয়া: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের স্তম্ভ হিসেবে নিজেদের প্রমাণ করেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এই জোড়ের প্রথম জনকে ভারতীয়রা ইনিংসের শুরুতেই ফেরাতে পারলেও স্মিথকে আউট করতে পারেননি। আর তিনি দ্রুত রান তুলে ভারতের বিদায় এপিটাফ লিখে দেন।
৩. অস্ট্রেলিয়ার ব্যাটিং গভীরতা: ৩৩ ওভার শেষে ১ উইকেটে ১৮১ রান ছিল অস্ট্রেলিয়ার। ৪৩ ওভার শেষে সেই অস্ট্রেলিয়া ২৫০ রান তুলতেই ৫টি উইকেট হারিয়ে ফেলে। কিন্তু লোয়ার অর্ডারের দৃঢ়তায় তারপরও ঘুরে দাঁড়ায় ক্যাঙ্গারুরা।
৪. বোলিং ক্ষুরধার ছিল না: গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনালের প্রত্যেকটি ম্যাচেই দারুণ ক্ষুরধার ছিল ভারতের বোলিং। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচগুলোয় সফল মোহাম্মদ সামিও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি।
৫. ভারতের টপ অর্ডারের ব্যর্থতা: ৩২৮ রান তাড়া করতে ভারতীয় টপ অর্ডারকে অবশ্যই জ্বলে উঠতে হতো। বিরাট কোহলির নিকট থেকে বড় ইনিংস প্রত্যাশা করেছিল দল। অনেকটা স্মিথের মতো। কিন্তু ডাহা ব্যর্থ কোহলি। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকেও ৭০ প্লাস ইনিংস উপহার দিতে হত। কিন্তু তারা তা করে দেখাতে পারেননি।
৬. মিডল অর্ডার চাপ নিতে পারেনি: ১৮ ওভারে মাত্র ৯১ রানে ৩ উইকেট হারানোর পর মিডল অর্ডারের কাছে অভাবিত কিছু প্রত্যাশা ছিল। কিন্তু ধোনির ৬৫ আর রাহানের ৪৪ ছাড়া আর কেউ বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








