রান তাড়ার চাপ স্বীকার ধোনির
ঢাকা: বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ৩২৯ রানের লক্ষ্য তাড়ায় খুব চাপের মধ্যে ছিল ভারত, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টিকে স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনি বলেন, “অস্ট্রেলিয়ানরা দারুণ খেলেছে। আসলে ৩০০ বেশি রান তাড়া করা সবসময় খুব কঠিন। তবে তারা ৩৫০ রানও করতে পারত।” উদ্বোধনী জুটিতে ১৩ ওভারেই ৭৬ রান। এরপর যখন ৪৫ রান করে আউট হন শিখর ধাওয়ান। তারপরই ধ্বংসযজ্ঞের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। ৪৭ ওভারে ২৩৩ রানেই অলআউট হয়।
বিষয়টি নিয়ে এমএসডি বলেন, “আমরা ভালোই শুরু করেছিলাম। কিন্তু তারা ভালো বল করেছে। তবে অস্ট্রেলিয়া সফরের শুরুতে ওমন পারফরম্যান্সের পর সবকিছু মিলিয়ে খুশি আমি।”
ধাওয়ানের আউট যে খেলার দৃশ্যপট বদলে দিয়েছে সেটাও স্বীকার করেন ধোনি। তিনি বলেন, “আমরা যখন প্রতিপক্ষকে চেপে ধরতে পারতাম ঠিক তখন আউট হয় সে। সেটাও নিরীহ একটা বলে। আসলে সেসময় বিগ শট খেলার প্রয়োজন ছিল না। কিন্তু ৩২০ এর বেশি রান তাড়া করতে নেমে চাপে পড়াটাই স্বাভাবিক। আর সেই চাপেই খেলোয়াড়রা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেটাই তার ক্ষেত্রেও হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফকে/এমএম
নিউজবাংলাদেশ.কম








