News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৬, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ০৫:১৯, ২৩ জানুয়ারি ২০২০

ফাইনালে আরও সমর্থন চাইলেন ক্লার্ক

ফাইনালে আরও সমর্থন চাইলেন ক্লার্ক

ঢাকা: সব জল্পনার শেষ। আগামী ২৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ট্রান্স তাসমান ফাইনাল চূড়ান্ত।

এমসিজিতে নিউজিল্যান্ডের মুখোমুখি দাঁড়াবে বিশ্বকাপের আরেক সহ-আয়োজক অস্ট্রেলিয়া। কেননা বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে নীল জার্সিধারীরা। সিডনিতে ধোনিরা ৯৫ রানের ব্যবধানে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। আর অস্ট্রেলিয়া নাম লিখিয়েছে আরেকটি বিশ্বকাপ ফাইনালে।

ভারত বধের পর অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ফাইনালে দেশবাসীর কাছে আরও বেশি সমর্থন চাইলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্যান্টার বললেন, “দারুণ লাগছে। কিছুটা উত্তেজনাও বোধ করছি। আসলে ছেলেরা দারুণ খেলেছে। তবে স্মিথকে আলাদা করে ধন্যবাদ দিতেই হবে। সাবলীল ব্যাটিং করেছে সে, বোলাররাও দারুণ ছন্দ দেখিয়েছে।”

টিম ইন্ডিয়ার প্রশংসা করতেও কার্পণ্য করেননি ক্লার্ক। ধোনিদের পারফরম্যান্স নিয়ে অসি অধিনায়ক বলেন, “এমএস ধোনি ও ভারতীয় দলকে ধন্যবাদ। গোটা গ্রীষ্ম ধরে তারা অনেক কিছু উপহার দিয়েছে।” গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হারের পর তা থেকে যে অনেক কিছু শিক্ষা নিয়েছেন সেটাও উল্লেখ করেন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

শেষে ভক্তদের কাছে ফাইনালে আরো বেশি সমর্থন প্রত্যাশা করেন ক্লার্ক। তিনি বলেন, “আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষে অনেক অনেক সমর্থক মাঠে এসে আমাদের আমাদের সমর্থন দিবে।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়