অবসর গুঞ্জন ওড়ালেন ধোনি
ঢাকা: সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল হারার পর নিজের অবসর গুঞ্জন ওড়ালেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন সবেমাত্র আমি ৩৩, পুরোপুরি ফিটও।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনিকে প্রশ্ন করা হলো- এটাই কী আপনার শেষ বিশ্বকাপ? প্রত্যুত্তরে এমএসডি বললেন, “এখন আমার বয়স ৩৩। ভালোই দৌড়াতে পারছি আমি। পুরোপুরি ফিটও আছি। সুতরাং এখনই এটা নিয়ে কথা বলতে চাইছি না আমি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সম্ভবত এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
ধোনি ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। তিনি একমাত্র ক্রিকেটার যিনি আইসিসি আয়োজিত সবগুলো ট্রফি জিতেছেন। ট্রফিগুলো হলো- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








