সিডনিতে ‘মওকা’র যবনিকাপাত
ঢাকা: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে যেভাবেই হোক জিতেছিল ভারত। এরপর জায়গা করে নিয়েছিল সেমিতে। কিন্তু বৃহস্পতিবার আকাশে উড়তে থাকা সেই ‘টিম ইন্ডিয়াকে’ মাটিতে নামিয়ে আনলো অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার এসসিজিতে ২০১৫ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ভারতকে। স্বাগতিক অসিদের হলুদ উচ্ছ্বাসে বেদনায় আরো নীল হয়ে কান্না ভেজা চোখে। ফলে আগামী ২৯ মার্চ মেলবোর্নের ফাইনালে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াবে আরেক সহ-আয়োজক অস্ট্রেলিয়াই।
মাঠে নামার আগে ভারতকে মিশেল স্টার্কের ভয় দেখিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছিলেন, “ভালো করে ঘুমাও বেস্টি। কাল বড়দিন।” পেশাদার ক্রিকেটার কেন, যে কেউ এর মানে বুঝবেন। প্রতিপক্ষকে নিজেদের সেরা অস্ত্রের ভয় দেখিয়ে চাপে রাখা। শত্রু শিবিরকে মানসিকভাবে নড়বড়ে করে দেয়া।
মাঠে অবশ্য স্টার্ক অতোটা বিধ্বংসী হয়ে উঠতে পারেননি। দুই উইকেট নিয়েই ক্ষান্ত হয়েছেন। কিন্তু জয় পেতে সমস্যা হয়নি তার দলের। ব্যাট হাতে স্টিভ স্মিথের প্রথম সেঞ্চুরি ও অ্যারন ফিঞ্চের দাপটের পর বোলিংয়ে জেমস ফকনার, মিশেল জনসন ও মিশেল স্টার্ক ত্রিশূলে ছিন্নভিন্ন হতে হয়েছে ভারতকে।
যদিও ভারতের ব্যাটিংয়ের শুরুটা ছিল আশা জাগানিয়া। ৩৫ বছরের ‘সিডনি কুফা’ কাটাতে উচ্ছ্বল শুরু করেছিলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। গোড়াপত্তনেই দলকে ৭৬ রান উপহার দিয়েছিলেন এই জোড়। সেটাও ১২.৫ ওভারেই। তবে ধাওয়ানের বিগ শটের নেশায় এই জুটির পতন ঘটে। এরপর ৩২ রানেই ব্যবধানেই চার উইকেট হারায় দলটি।
দ্রুত বিদায় নেন বিরাট কোহলি (১), রোহিত শর্মা (৭) ও সুরেশ রায়না (৩৪)। পঞ্চম উইকেটে এসে হাল ধরেন আজিঙ্কা রাহানে ও মহেন্দ্র সিং ধোনি। স্কোরবোর্ডে ৭০ রান যোগ করেন তারা। যা অস্ট্রেলিয়ানদের কিছুটা চাপে ফেলে দেয়। তবে ৪৪ রান করা রাহনেকে আউট মিশেল স্টার্ক সেই প্রতিরোধ ভেঙে দেন।
৩৭ ওভারের দ্বিতীয় বলে রাহানের সেই আউটটা ভোজবাজির মতো দৃশ্যপট বদলে দেয়। ভেঙে দেয় ভারতীয়দের ব্যাটিং মেরুদণ্ড। ফলে ৬৫ বলে ৬৫ রান করা ধোনি ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি উইকেটে। রবীন্দ্র জাদেজা ১৬, রবিচন্দন অশ্বিন ৫, মোহিত শর্মা ০ এবং উমেশ যাদব ০ রানে আউট হন। ফলে ৪৬.৫ ওভারে ২৩৩ রানেই শেষ ভারত।
এর আগে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার ইনিংসের প্রধান বিজ্ঞাপন স্টিভ স্মিথের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। ইনিংসের শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারানো অস্ট্রেলিয়ার ইনিংসকে দারুণভাবে এগিয়ে নেন অসিদের নাম্বার থ্রি। ২ ছক্কা ও ১১ চারে ৯৩ বলে ১০৫ রান করে উমেশ যাদবের শিকার হন তিনি। ৮১ রান এসেছে ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। তাতে ৭ উইকেটে অসিদের সংগ্রহ ৩২৮ রান।
দলকে দিশা দেয়া সেঞ্চুরি হাঁকিয়ে ম্যান অব দ্য ম্যাচ অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এজে
নিউজবাংলাদেশ.কম








